একবার যদি দেখা হয়,
শুধু একটি বার যদি দেখা হয়
কোন এক হিজল তমালের বিষন্ন ছায়ার মৃত্তিকায়,
আমি ঠিক ঠিক বলে দেবো,
রক্তাক্ত অপরাহ্নগুলোর দমবন্ধ স্তব্ধতার কথা,
বিভৎস দুপুরের উত্তপ্ত জলে আকণ্ঠ
ডুবে যাওয়ার কথা,
সেই এক দুঃস্বপ্নের কথা,
আলোকিত ঝর্ণার জলে কী নির্মম হত্যাকান্ড
জ্বলন্ত এই নির্ভেজাল শরীরে।
আমি ঠিক ঠিক বলে দেবো,
বলে দেবো আমার আমির মৃত্যুর কথা
প্রজ্বলিত কয়লার গহীন ভেতরে এক
জীবন্ত যন্ত্রণার কথা,
অক্সিজেন শূন্যতায় এক সবুজের ধীরে ধীরে
হলুদ বর্ণ ধারণ করার মর্মান্তিক কাহিনী,
আর একটিবার যদি দেখা হয়,
স্রোতস্বিনীর পাড় ধরে অবসন্ন হেঁটে যেতে যেতে
জীবনের গতিহীন বিকেলবেলা
আমি ঠিক ঠিক বলে দেবো,
কতটা অসহ্য হেমলক ধারণ করেছি কণ্ঠবিবরে
পারি না উগরে দিতে কিম্বা গিলে ফেলতে,
টগবগে উত্তপ্ত সয়াবিনে
ঝলসে যাওয়া লুচির মতন উল্টে পাল্টে
আমৃত্যু স্বাদের উপযোগীতায় প্রস্তুত হই
সময়ের নিরাভরান যৌলুসে
মৃত্যু আমাকে স্পর্শ করে না, কেবল
জীবন্ত হত্যাকান্ডের উষ্ণ স্পর্শে এই আমি
পার করি দিন মাস বছর
জ্বলন্ত সয়াবিন দগ্ধ জীবন।
একটি বার যদি দেখা হয়,
কোন এক আলপথ ধরে, ট্রেনের স্লিপারে
উদ্দেশ্যবিহীন হাঁটতে হাঁটতে,
কিম্বা পাহাড় চূড়োর মেঘ ছোঁয়া ছিমছাম কটেজে
ঝুম বৃষ্টির বিহানে অথবা সূর্য ওঠা ভোরে
শিশিরের পা ভেজানো সবুজে,
নয়তো জ্যোৎস্নার মৃদু লণ্ঠনে
সমুদ্রের ফেনায়িত ঢেউয়ের
এলোমেলো কথকতায়
একবার যদি দেখা হয়
শুধু একটি বার যদি দেখা হয়
আমি সত্যি সত্যিই বলে দেবো…
শামসুল বারী উৎপল –
কবি সাহিত্যিক