আমি এখনও যে নিরবে কাঁদি
কত অনুরাগে কত অভিমানে
যাকে ঘিরে এত সব
সে কি জানে ?
সে কি তা জানে ?
সে আছে নিজের মত সব ভুলে
নিজেকে নিয়ে আছে কত সুখে
এ অনুভূতি জানি শুধুই আমার
তার কাছে নেই দাম কিছু তার
কবেই সে ভুলে গেছে আমাকে
নিজের মত করে
তবু আজও পরে আছে এইমন
শুধু তাকে ঘিরেই
এমনি করে
কত অনুরাগে কত অভিমানে
সে কি জানে?
সে কি তা জানে ?
আজও কত রাত কাটে নির্ঘুম
তাকে ভেবে ভেবে
জানতে পারবে না কোনদিনও
কি যে ভালবাসতাম তাকে
বুঝতে পারবে না এই অনুভূতি
কিকরে কাঁদি আমি তাকে ভেবে
এ অনুভূতি জানি শুধুই আমার
তার কাছে নেই দাম কিছু আর
কবেই সে ভুলে গেছে আমাকে
নিজের মত করে
তবু আজও পরে আছে এইমন
শুধু তাকে ঘিরেই
এমনি করে
কত অনুরাগে কত অভিমানে
সে কি জানে?
সে কি তা জানে ?
রাত যত গভীর হয়ে আসে
স্মৃতি গুলি ফেরে হৃদয় চিড়ে
অনুভুতি গুলি করে হাহাকার
কষ্ট খুড়ে খুড়ে মারে আমাকে
এ অনুভূতি জানি শুধুই আমার
তার কাছে নেই দাম কিছু তার
কবেই সে ভুলে গেছে আমাকে
নিজের মত করে
তবু আজও পরে আছে এইমন
শুধু তাকে ঘিরেই
এমনি করে
কত অনুরাগে কত অভিমানে
সে কি জানে?
সে কি তা জানে ?
এমোঃ সুমন জামান –
কবি ও সাহিত্যিক।