কতদিন তুমি আর আমি চলেছি সে পথে
সবুজ ঘাস স্নিগ্ধ রোদে যেন সে গন্ধ মিশে আছে,
সেখানে হলুদ শাড়ির আভাস ছড়িয়ে আছে আজও
সুদর্শন উড়ে যায় সন্ধ্যার আকাশে, তোমাকে মনে পরে অবিরত।
গোধুলি সন্ধ্যায় হিমেল হাওয়া যখন নেমেছে বাংলায়
নিরালা গগনে রুপালি চাঁদ জোছনা ঢেলেছে গায়,
জারুল গাছের’ পর যখন ভিজে হয়ে আসে রাত
হাতে রেখে হাত চাঁদনির আলোয় কেটেছে প্রভাত।
বারে বারে চায় প্রাণের আকুতি ধরে রাখি মায়াডরে
ভুল বুঝে মোরে চলে গেছো দূরে মিছে ভ্রান্তির ছলে,
যতদিন যায় ভাটা পড়ে রয় মনের সিমানা জুরে
ভাঙ্গিয়াছে মন অশান্ত বৈশাখি ঝড়ে।
কতদিন যায় তবু গো আসোনা ফিরে
জলাঙ্গির ঢেউয়ে উতলা পবনে খুঁজে মরি শুধু মিছে।
জামাল উদ্দিন – কবি।