আমি বুঝতে পারি আঁধার আলো
মর্মভেদী জ্বলছে মোনাজাত ।
আল্লাহ !আমি বাড়িয়ে দিলাম হাত
অহমিকা কাঁদবে সারারাত ।
প্রভু ! কদর রাতের খুলছে দুয়ার
হাজার রাতের পূণ্যলোকে ।
আমায় জ্বলতে দিও তোমার নুরে
একটি ঝলক মর্ত্যলোকে।
রাত পোহালে আকাশ কাঁদে যার
ভাল্লাগেনা এত অন্ধকার ।
ঝুলছে তালা পাহাড় আমার বুকে
অতলান্তে কীলক দুনিয়ার ।
লেজুড় বাঁকা পথের কুকুর আমি ,
দুনিআদারি বক্র অঙ্গিকার ।
দুঃখী জনের কাঁদছে জীবন অহো
বন্দেগিতে নিদান পরিবার ।
প্রভু ! কদর রাতে কাঁপছে দিব্যতরু
হরিদ্রাতে মৃত্যু সমাচার ।
সাক্ষী দিলাম চোখের জোয়ার জলে
প্রার্থনাতে বিশ্ব পরিবার ।
ফয়জুর রহমান –
কবি ওসাহিত্যিক -লন্ডন