কন্যা হলো আল্লাহর শ্রেষ্ঠ উপহার
কন্যা সৌভাগ্যের প্রতীক,
কন্যা জন্ম নেওয়া খোশ কিসমতী
কন্যা পুণ্যময় অধিক।
কন্যা সৃষ্টি’র সেরা দান
কন্যা সুখের তরী ,
কন্যা হলো আলোর ছড়া
কন্যা মনের পরী ।
কন্যাকে করোনা অবহেলা অনাদর
কন্যাকে করোনা পণ্য ,
কন্যা হলো শ্রেষ্ঠ নেয়ামত
কন্যাতে হও ধন্য ।
কন্যাকে দাও দ্বীনি শিক্ষা
হাদিসের আলোকে গড়ো,
কন্যাতে হও যদি তুষ্ট তুমি
পাবে উপহার বড় ।
কন্যা আল্লাহর শ্রেষ্ঠ রহমত
কন্যা বরকতময়,
কন্যা হলো জান্নাতি দাওয়াত
কন্যা সুখময়।
তাই কন্যা সন্তানকে করো যদি
সন্তুষ্টচিত্তে লালন ,
দ্বীনদার আলেমা বানাও যদি
করে মনোযতন ।
তবে উপহার হিসেবে পাবে তুমি
নরক থেকে মুক্তি ,
জান্নাতের দাওয়াত পাবে তুমি
হবে নবীর সঙ্গী ।
তানজিলা ইসলাম আলো- কবি ও ছড়াকার।