আমার কবিতার পরতে পরতে তুমি
অস্থির ভাবে ছুটে চলো।
কখনো ভুলে যায় দাড়ি, কমা,সেমিকলন
কখনো অবিরাম ঢলো।
তোমার মাঝে লুকিয়ে আছে শতসহস্র শব্দ
বারবার হই মুগ্ধ।
তুমি বাক্য লীলার অবাধ্য শব্দ মালা
সত্যিই তুমি স্নিগ্ধ।
আমার কবিতার ছন্দে ছন্দে তুমি
কখনো দীর্ঘ শ্বাস।
কখনো থাক কবিতার রানী হয়ে
আবার কখনো ফাঁস।
তবুও তুমি কবির মহারানী
কাব্য মাঝে হয়ে থাক মুক্তা।
তোমরা স্পর্শে ভেঙ্গে যায় সংশয়
তুমি আমার মনে সুপ্তা।।
আব্দুল মতিন- সম্পাদক চেতনা বিডি ডটকম।