কবিতা তুমি আমার অস্তিত্ব,
তুমি আমার হৃদয়ের স্পন্দন,
কবিতা তুমি আমার বলা না বলা কথা,
কবিতা তুমি আমার মনের প্রতিচ্ছবি,
কবিতা তুমি আমার ভালোবাসার শিকল
কবিতা তুমি আমার নিদ্রাহীন রাত,
তুমি আমার প্রেমের মাধূরী
কবিতা আমার মায়ের ভালোবাসার শামিল,
কবিতা তুমি আমার শহীদদের রক্তের স্লেগান,
কবিতা তুমি আমার আবেগ অনুভূতি তুমি আমার জনম জনমের সাথি,। তোমাকে ধারন করি হৃদয়ে, চিন্তায়,কাগজে,কলমে, জীবনের পাতায় পাতায়।
নাকিবা মৌরী- কবিও সাহিত্যিক।