এই বুঝি তুমি এলে…
কতটা বছর একাকী পেরিয়েছি
কতটা বসন্তে বুকে বয়েছি বিষন্নতা..
কতটা প্রহরে গুনেছি ঘড়ির কাটার টিক টিক…
কতটা রাতে চোখ ভিজিয়েছি সাগর সম লোনা জলে–
তুমি আসনি বলে হাসনাহেনারা বড্ড অভিমানে ঝড়ে পড়ে বালুকায়
তুমি আসোনি বলে আমাবশ্যা যেন খিলখিল করে হেসেছিল উপহাসের হাসি-
তুমি আসোনি বলে বৃষ্টিহীন গুমোট মেঘ করে গেছে শ্রাবনী আকাশ-
তুমি আসোনি বলে বাজেনি আর রাখালের পোড়া বাশি- ঝিঝি মেয়েরা গায়নি ঘুম পাড়ানি গান, নিত্য শুনেছি শুধু ক্লান্ত ডাহুকের রাত জাগা চিৎকার।
তুমি আসোনি বলে ছিন্ন তানপুরায় সুর বাধিনী সাঝে-
শরতি বৈকালে হাটিনি কাশফুলের শুভ্র মেলায়
তুমি আসনি বলে,
আধারের চাঁদরে ছেয়ে গিয়েছিলো আমার সমস্ত পৃথিবী…
আজ খোলা বারান্দায় মাদুর পেতে জোৎস্নায় গা ভাসাবো দুজনে-
উষ্ণ চায়ের কাপে ছোয়াব ভীরু দুটি ঠোট। হাতে হাত রেখে গুনবো লক্ষ কোটি তারা।
ঘর থেকে ভেসে আসবে মিলনের মৃদু গান- বাতাসে হাসনাহেনার মাতাল করা গন্ধ…
কবিতা এই বুঝি তুমি এলে…
তবে আজ না হয় আমার কাছেই থেকে যাও— অবসান হোক সকল অপেক্ষার–
কাব্য শুভ -কবি ও লেখক