Take a fresh look at your lifestyle.

কবির সার্থকতা

2,320

 

“কবির লিখা__
আমি ভাববো আমাকে লিখেছে ।
তুমি ভাববে তোমাকে লিখেছে ।
সে ভাববে তাকে লিখেছে ।
তারা ভাববে তাদের’কে লিখেছে ।

কেউ একজন যদি ভাবে তাকে লিখেছে ।
তার বা কারু জীবন প্রবাহে যদি একরত্তি’ও,
কবির লিখার বাহ্যিক প্রকাশ’টা মিলে যায় ।
তবেই বুঝতে হবে,
কবির সৃষ্টি সার্থকতা পেয়েছে ।।”

 

নীল- কবি 

Leave A Reply

Your email address will not be published.