আমি যদি ফিরে আসি মা
বুনে দিও শিউলি ফুলের মালা
বহুদিন ধরে ইচ্ছে করে
মালার গন্ধ শুকি প্রাণ ভরে
পাশেই লাশের গন্ধ
তাই আমি বাক রুদ্ধ
হাসি হাসি আনন্দ!!
কোনটায় বোধ করি স্বাচ্ছন্দ
আমি ভুলে গেছি মস
দোটানায় পড়েছি
তোমার কোলে আসবো
নাকি হাজার মায়ের কোলে!
মেশিনগানটা আমার জীবন
আতঙ্কে ভরা প্রতিটি ক্ষণ।
হায়েনারা যখন তখন আসে
কেড়ে নিতে চায় তোমার পরশ
কথা দিচ্ছি মা!!!
ছাড়িয়ে নিব ওদের খোলস
যদি না ফিরি ঘরে
বকে দিও আচ্ছা করে
বুক ভরা বেদনায় খুজনা মা আমায়
ঘর থেকে বেড়িয়ে দেখ মা
আমি এসেছি ভোরের শিউলি তলায়
নাসরিন জাহান- কবি ও এডমিন চেতনায় সাহিত্য।