Take a fresh look at your lifestyle.

কলম্বাসের চোখ

998

 

হৃদয়ে বসন্ত নিয়ে খুঁজে ফিরে কলম্বাস
আকাশ আর সমুদ্রের বিশালতায়
হয়ে ছিল ক্লান্ত,সাদা মেঘের মেঘালয়ে
সপ্তডিঙ্গার আবাসে থমকে দাঁড়ায়,
অনুভূত হয় কোথাও প্রানের স্পন্দন।

হয়তো এখানেই উত্তরণের শেকড়
হয়তো এখানেই উজ্জীবিত বসন্তের স্থবিরতা
এখানেই জন্মেছিল মৃতসঞ্জামনির
উদ্ভাবক উদ্ভিদ

এখানেই বাল্মিকীর লবনাক্ত ঘামের গন্ধ
ঝড়াপাতার মর্মরে একাকার হয়ে গেছে
একাকার হয়ে আছে আঙ্গরবালার
সঙ্গীতের মুর্ছনা।

এই তো সেই পাহাড়শৃঙ্গ যেখানে এসে থমকে
দাঁড়িয়েছিল হ্যামিলনের বাঁশিওয়ালা
এখানেই ম্যাক্সিম গোর্কির গল্পের নায়ক
নিজের হৃদপিন্ড দিয়ে মশাল জ্বালিয়ে
অন্ধকার অরণ্যে পথ দেখিয়েছিল
বিপুল সংখ্যক শরণার্থী মানুষেরে।

এখানেই কেন শরণার্থী শিশুরা হবে নির্যাতিত
পরিবার হীন বন্ধাত্বে সভ্যতার মাপকাঠিতে
চরম বর্বরতায় দিগম্বর হবে মানচিত্র,কলম্বাসের
চোখে কেন নিপীরনের শীতল বারিধারা!

 

আব্দুস শহীদ – কবিও সাহিত্যিক।

Leave A Reply

Your email address will not be published.