ও চাঁদ তুমি কেনো কেড়ে নিলে আমার প্রিয় মা’কে?
সব শিশুরা থাকছে দেখো তাদের মায়ের বুকে।
খুব যতনে রয়েছে ওরা আদর সোহাগ পেয়ে
আমি অসহায় থাকি শুধু তাদের পানে চেয়ে।
বলোনা চাঁদ কেনো নিলে আমার মা’কে কেড়ে?
চুপটি করে থেকো না আর কষ্টে যায় যে বেড়ে।
সবাই দেখে তোমার মাঝে সুতো কাটা বুড়ি কে,
চাঁদের বুড়ি গল্প শুনতে তাই সবাই পড়ে ঝুঁকে।
আমি কেনো দেখি ও চাঁদ তোমার মাঝে মা’ কে,
মা কি আমায় নিবে না কখনো জড়িয়ে তার বুকে?
অনাদর অবহেলায় হচ্ছি বড় নর্দমার আস্তাকুড়ে,
বেশ ক’দিন হলো পেটে পড়েনি দানা তপ্ত রোদেও ঘুরে।
ধুলোমাখা শরিরটা আজ আদর করে দেয় না কেউ মুছে,
ও চাঁদ আমার মা’ কে দাও না ফিরিয়ে কষ্টটা যাক ঘুচে।
দিনের আলোয় আমার মা’কে লুকাও তুমি কোথায়?
ও চাঁদ কেনো খেলছো কানামাছি?
পরান কি কাঁদে না তোমার শিশু মনের ব্যাথায়?
জানো তো চাঁদ আমার মা’ কে ছাড়া আমি অসহায় হয়ে গেছি,
আমার চারদিকে অন্ধকার নামিয়ে কেনো খেলছো তুমি কানামাছি?
আলো – কবি।