কিছু কথা তোমার ছিল
কিছু ব্যথা আমার
কিছু ইচ্ছে তোমার ছিল
কিছু স্বপ্ন আমার।
কিছু গল্প তোমার লেখা
কিছু কবিতা আমার
কিছু বারণ তোমার ছিল
কিছু না মানা আমার।
কিছু ভুল তোমার ছিল
কিছু অজুহাত আমার
কিছু অনুভব তোমার ছিল
কিছু আবেগ আমার।
কিছু আফসোস তোমার ছিল
কিছু দীর্ঘশ্বাস আমার
কিছু সুর তোমার তোলা
কিছু লাইন আমার।
কিছু সুখ তোমার ছিল
কিছু ভালোলাগা আমার
কিছু ব্যর্থতা তোমার ছিল
কিছু অবহেলা আমার।
শিউলী – কবি