কিভাবে বেঁচে আছি,কেমন আছি আমি!
অন্তঃসারশুণ্য জীবন্ত খন্ডিত লাশ হয়ে।
বিসুভিয়াস অগ্নি বুকে বোধহীন উত্তাপে,
দাউ দাউ করে জ্বলছে সবুজ অরণ্য।
একে কি বেঁচে থাকা বলে?
আছিতো তবু অলীক স্বপ্নকে ভর করে।
একাগ্রতার দায়হীন আশ্চর্য অভিলাষে,
কাঞ্চনজংঘার ধুসরিত ধ্যানস্থ বিপর্যয়ে।
বেদনার পর্বত বেয়ে বেয়ে যখন ক্লান্ত,
ঠিক তখনই হৃদপিন্ডের ভিতর জেগে ওঠে চর।
যেখানে তুমি ও একা আমিও একা,
চরম সত্যের কাছে নত পরিপাটি একাকিত্ব।
তবুও তো বেঁচে আছি!
আলোকিত বিশ্বাসের প্রগাঢ় বন্ধনে।
বিধুর বকের অনাগত অপেক্ষার চাহনীতে
খুনসুটি শালিকের অভিমানী অনুনয়ে।
তবুও বেঁচে আছি,অনিয়মের নিয়ম রক্ষার্থে
জীবনের নিয়মে চলছেতো জীবন।
প্রচলিত ধারার ব্যাখ্যায় এভাবেই,
বেঁচে থাকার নামইতো বোধহয় জীবন।
এভাবেই বাঁচতে বাঁচতেই হয়তো,
ঠিকানাহীন কোন গন্তব্যে পৌঁছে যাবো।
পারভীন আকতার পারু – সহ সম্পাদক, চেতনা বিডি ডটকম।