পথিক, তুমি আপন লক্ষ্যে
যাবে যে পথ ধরে,
দেখবে আমি দাঁড়িয়ে আছি
তোমার পথের ধারে|
পথ চলতে পাবে আমায়,
দাঁড়িয়ে রব সদা|
একটু খানি কাছে বসো,
হবো না পথের বাধা|
আমার শীতল বাতাস দেব
ক্লান্তি যাবে মিটে,
নতুন পথে, নতুন ভাবে
যাবে তুমি হেঁটে|
হয়তো যাবে বদলে দেশ,
হয়তো যাবে ভাষা|
ভালোবাসা এমনি রবে
রবে মনের আশা|
শুধু একটি অনুরোধ,
ক্লান্তি মিটে গেলে,
হৃদয় মাঝে কুঠার চালিয়ে
যেওনা তুমি চলে|
টুম্পা পাল – কবিও সংগঠক।