সবুজের মাখামাখি দোলা লাগে
হৃদয়ের ভাঁজে ভাঁজে।
কচি ধানের ডগায় ঝুলে আছে শিশির
উচ্ছ্বসিত পবন সাজে।
গোলাপি প্রিয়ার ঠোঁট শিমুল পলাশের খোঁজে
কখনো কলো টিপ।
নয়ন মেলে বাসন্তী রূপ দেখি বারবার
লুকিয়ে দেখি কোকিলের কুহুতান।
ফাল্গুনী সুভাস ছড়ানো কবিতা পড়ি
থেমে থেমে পাখিরা ডাকে ঐকতান।
তোমার হাতছানি আমাকে করে ব্যকুল
ইশারায় হৃদয়ে অতৃপ্ত শিহরণ।
সকাল- রাতের বিপরীত খেলায় মেতেছি
বর্নিল আকাঙ্খা যেন সুখের আস্তরণ।।
আব্দুল মতিন _ সম্পাদক,চেতনা বিডি ডটকম