এতো লাফালাফি ভালো নয় রে
ছিলিতো কুয়ার ব্যাঙ,
আজ কথায় কথায় লাত্থি উঠাস
লম্বা হয়েছে ঠ্যাং!
তোর অতীতটাতো চোখের দেখা
মেগে খেতিস ভাতের ফ্যান,
ভাত জুটতো না দুবেলা তোদের
করতিস ঘ্যান ঘ্যান।
বাপ মা সারাদিন খেটেখুটে
যদি বা জুটতো কিছু,
তুই ছিলি শালা চোরের হদ্দ
না নিয়ে ছাড়তি না পিছু।
কালক্রমে তুই পেয়ে গেলি
আলাদিনের প্রদীপ,
চলাফেরা রইলো আগের মতোই
যেমন চলে সরীসৃপ।
রাতের আঁধারে কাজকর্ম সব
আলোকে করিস ভয়,
বিপদে পড়ে কেউ হাত পাতলে
চেহারা বিকট হয়!
অতীতটাকে ভুলে গিয়ে তুই
নাগরদোলায় দুলিস,
ধরাকে সরা জ্ঞান করে এখন
সদাই কুপথে চলিস।
সময় এসেছে হিসাব দিতে হবে
পিঠে দিয়ে রাখিস সান,
লাঠির বারি মাটিতে পরবে না
হাড্ডি ভেঙে হবে খানখান।
********
কবি ও সাহিত্যিক – সঞ্জয় কুমার পাল