পোস্ট নং – ৪৪
বালিকা, কেন ভেঙ্গে দিলে মন ?
কেন অন্তরে জাগালে মিছে শিহরণ ?
কেন বাঁধিয়া প্রেমের ডোরে ছিঁড়ে দিলে বন্ধন ?
তব প্রেম বিচ্ছেদে হলো অস্তিত্বের মরণ !
সখি, কেন ভেঙ্গে দিলে স্বপ্ন ?
কেন অস্তিত্বের সমাহারে আনিলে বিঘ্ন ?
কেন ভাসিয়া স্বপ্ন লোকে ছেড়ে দিলে সঙ্গ ?
তব বিরহ যাতনে ব্যক্তিসত্তা হলো ভগ্ন !
প্রিয়, কেন ভেঙ্গে দিলে আশা ?
কেন ছলোনার বালুচলে বাঁধিলে সুখের বাসা ?
কেন হিয়ার মাঝে জাগিয়ে প্রেম টুটালে ভরসা ?
তব নিরাশার ঘোরে হিয়া হারায়েছে দিশা !
বন্ধু, কেন ভেঙ্গে দিলে অন্তর ?
কেন সাধের তরী নাহি করিলে পার ?
কেন ভালোবাসার মিথ্যে খেলায় আপন করিলে পর ?
তব বিহনে হৃদয়ে বাজে বেদনার ঘুঙ্গুর !!
আসাদ জামান-
কবি ও সাহিত্যিক