চারপাশ ঘুটঘুটে অন্ধকারে ছাওয়া
রাতের বুক জুড়ে ঝিঁঝিঁর গান
মাঝে মাঝে সারমেয়দের মৃদু ডাকাডাকি
এসব কিছু ছাপিয়ে থেকে থেকে বাতাসের বুকচিরে ভাসে করুন ধ্বনি
ভেসে আসে কার যেন বুকভাঙা কান্না আর আহাজারি
কে কাঁদে এমন করে?
কার যন্ত্রণা ধ্বনি প্রতিধ্বনির সুর তোলে আকাশের পারে!
একি কোন সন্তান হারা জননীর আর্তনাদ
নাকি অবেলায় শাখা-সিঁদুর মুছে যাওয়া কোন নববধূর ব্যার্থ নিনাদ!
কে কাঁদে হায়
কে কেঁদে বুক ভাসায়
তবে কি কোন লাঞ্চিত কিশোরীর আর্তচিৎকার বাতাসে ভেসে বেড়ায়।
কে কাঁদে নিস্তব্ধ নিথর রাতের বুক চিরে চিরে
কার বের হয়ে আসে আঁচল চাপা কান্নার স্রোত রাতের অন্ধকার ছিড়েখুড়ে।
কে কাঁদে যে এমন গুমরে গুমরে
কোথায় কার স্বপ্ন লুট হয়ে গেল আধার ঘরে?
কে কাঁদে
কে কাঁদে আকাশ বাতাস ভারি করে?
কে কাঁদে রাতের ঘোর অন্ধকারে?
নারগিস দোজা – কবি।