Take a fresh look at your lifestyle.

কোথায় তার নিবাস ?

915

 

 

কেনো তারে কাছে পেতে চাও?
সে কি কেবলই সহচরী
নাকি বৈরী হাওয়ার পূর্বাভাস!
শুধুই যাতনাময়ী রঙ্গ ফেরি!!

কেনো এতো অপেক্ষা!
হাতে পড়ে রাখি
সে তোমার স্বপ্ন বিচিত্রা
খুলে দেখো আঁখি!

সে তোমার অনাগত শরতের
সখের কাশফুল!
তাঁর স্পর্শ ফিরে পাওয়া
তোমার দিবসের ভুল।

সে তোমার সমুদ্র বিলাসী!
তাসের এক ঘর
তুমি তা বারবার গড়তে চাইলেও
ভেঙে দেয় অচেনা ঝড়

সে তোমার অপ্রকাশিত কাব্যের
একটি মিলন কবিতা!
যার প্রতিটি পঙক্তি স্বপ্নে বুনা
ভিতরে ছেঁড়া ছেঁড়া পাতা!

সে তোমার ভুল করা পথের
পথিকের পদচিহ্ন
সখের তুলা আনায় আনায় হিসেব
তবুও পথ ভিন্ন ভিন্ন।

নাসরিন জাহান-

এ্যাডমিন চেতনায় সাহিত্য

  কবি ও সাহিত্যিক   

Leave A Reply

Your email address will not be published.