তুমি এসেছিলে ক্ষনিকের তরে
আমার পুষ্পকাননে।
গেয়েছিল তাই কোকিল সেদিন
দক্ষিণের বাতায়নে।
গোলাপ সেদিন পাপড়ি মেলিয়া
চাহিয়া তোমার পানে
প্রেমের আবেগে ভরেছিল ক্ষণ
মিষ্টি মধুর গানে।
বকূলেরা সব মিলেমিশে তাই
গেথেছিল ফুলমালা
বিরহ দিনে কেঁদে ফিরে হায়
হৃদয়েতে কত জালা।
মেঘেরা সেদিন রংধনু হয়ে
তোমায় বরণ করে
দিয়েছিল তাই হৃদয়েতে ঠাঁই
বন্ধু বানাবে বলে।
পলাশের বনে দক্ষিণের হাওয়া
গেয়েছিল কত গান
ভালবেসেছিল সকলে তোমায়
উজারিয়া মন প্রাণ।
ক্ষনিকের তরে এসেছিলে তাই
চলে গেছ সব ফেলে
যেখানেই থাক খুব ভালো থেকো
সুখী হও প্রাণ খুলে।
দিল আফরোজ রিমা- কবি