তুমি কি সেই শেকল পরা
গাঁয়ের বধূ সোনার মত মেয়ে?
প্রেমের গোলাপ ফোটে বুঝি
তোমার আচঁল বেয়ে?
তোমার চুড়ির রিনিঝিনি
বাজে কি কানে কারো,
তোমার খোঁপার ফুলের গন্ধে,
ঘুম কি ভাঙাতে পারো?
তুমি কি মেয়ে একলা খুবই
হাজার জনের মাঝে,
মন কি তোমার খারাপ থাকে
সকাল দুপুর সাঁঝে?
তুমি অষ্টপ্রহর কষ্টে থেকেও
সুখী সাঁজো বার মাস,
বুকের ভেতর ভীষণ দহন
করলে না তো ফাঁস!
পোষা পাখি শূন্যে উড়াও
খাঁচার দুয়ার খুলে,
তোমার বুকের শুন্যতারে
ভুলে কি যাওয়ার ছলে?
মাহাফুজা শিরিন- কবি