চাটুকারের চাটার চোটে চটে আছে দেশবাসি,
চামচিকারা চার দেয়ালে আছড়ে মরে শেষখাসি।
তেলের বাজার গরম গরম তবু এত তেল মারে,
ও তেলি তুই পিছলে হঠাৎ চলে যাবি জেলগারে।
দেশ্ চেনে না জাত্ জানে না চেনে ভীষণ টাকা,
চাল চলনে কাজে-কামে মীর জাফরের কাকা।
জীবিকার চেয়ে জীবন বড় বলেন-গুণীজনে,
টাকা খেকো হায়েনারা কি নীতি কথা শোনে।
কবি কেবল কাব্য করে কবিরাজ সে নয়,
এই কবিতা পড়ে যেন চামচিকা পায় ভয়।
আয় না আবার যুদ্ধ করে খুব দরদি দেশ গড়ি,
খানজাহানের মত সবাই দেশপ্রেমের বেশ ধরি ।
ওয়াজেদ বাঙালী – কবি ও মডারেটর চেতনায় সাহিত্য।