ঘুম থেকে আজ উঠেই দেখি ভোরে
মৌমাছি আর প্রজাপতি বনবনিয়ে ঘোরে,
কী হলো ভাই?- সুধাই সমাচার
ঘাসফড়িঙের বিয়ে হবে আসছে বিসুদবার।
আজকে হলো কণের হলুদ গায়ে
কবি তোমায় যেতে হবে- হেঁটেই চলো পায়ে,
কী আর করা? গেলেম কণের বাড়ি
পোকামাকড় ফূর্তি করে গায়ে হলুদ শাড়ি।
সবাই খুশি আমায় কাছে পেয়ে
কবির পায়ে সালাম করে ঘাসফড়িঙের মেয়ে,
সাঁঝের বেলা ঝিঁঝিঁ পোকার সুরে
জোনাকিরা আলো ছড়ায় বাঁশ বাগানে ঘুরে।
জলসা থেকে বিদায় হবার কালে
চুমায় চুমায় রাঙিয়ে দিলো বন্ধু কবির গালে,
ওগো কবি- ওগো যাদুর কাঠি,
তোমার নামে লিখে দিলাম বাঁশ বাগানের মাটি।
রফিকুল্লাহ্ কালবি –
কবি ও সাহিত্যিক, কুষ্টিয়া