আমি তোমার তুমি তার সে যে অন্যের, চক্রাকার এ ভালোবাসায়।
তোমার পথে হাঁটতে গিয়ে আজ, বিলীন হলাম সাদা কুয়াশায়।
রাত্রি নামিল আঁধার এ পথে ভরসা আকাশের চাঁদ,
মেঘ এসে তাকে করিল গ্রাস হৃদয়ে বাঁধিলো সংঘাত।
স্বপ্ন গুলো আজ ডানা কাঁটা পাখি উড়তে পারেনা আকাশে,
তোমার স্বপ্নরা আজ ডানা মেলে উড়ে রঙিন স্বপ্নের দেশে।
তোমার কি দোষ? ক্ষুদ্র বলেই আজ তোমাকে ভালোবাসি তুমি খোঁজো বৃহৎ
নিয়তিই তো করে দিয়েছে নিয়ম, নেই যে কারো হাত।
ভালো যখন বাসবেই এ মন, যাক না বেসে ওর মত!
চক্রাকার এ ভালোবাসায় আমি হলাম নাহয় ক্ষত বিক্ষত!
নয়না আক্তার সুখী – কবি, শিল্পী ও মডারেটর চেতনায় সাহিত্য।