চলো হারিয়ে যাই
ঐ কুয়াশার চাদরে।
শিশির ভেজা ঠান্ডা
হাওয়ার মাদুরে।
আমি ভালোবাসি তোমায়,
তোমার চোখের মাঝে হারায়।
ভালোবাসি তোমার মুগ্ধ করা হাসি ,
তাই তো থাকি তোমার আশায়।
তোমার টানা টানা চোখে
স্বপ্ন দেখি নিজেকে নিয়ে।
তোমার মধুমাখা সুর পেতে চাই
আমার ভালোবাসা দিয়ে।
চলো হারিয়ে যায় ঐ
আকাশে তারার দেশে।
বিন্দু বিন্দু জোনাকিদের
মাঝে হারায় বেলা শেষে।
চলো হারিয়ে যায় কোনখানে
বিভোর হয়ে থাকব দু জন।
বিষণ্নতায় আক্রান্ত হয়েও
বার বার তোমায় চাই মন।
গোলাপের পাপড়ি গুলো
ধরতে গেলে লাগে কাটা।
তোমায় নিয়ে স্বপ্ন আমার
তুমি হারালে পাবো ব্যথা।
নাছিমা চৌধুরী – কবি ও সাহিত্যিক, চট্টগ্রাম।