Take a fresh look at your lifestyle.

চিরস্মরনীয় প্রেম

1,195

 

তার সাথে দেখা হয়নি কখনও,
হয়তো !! হয়তো, আর দেখা হবেও না কোনদিন ।। কিন্তু তার অপ্রেম হৃদয়ে বাস অমলিন ।।
যে প্রেম নীড় হারালো তার কপট ছলনায়,
সে প্রেম ভুলবো না আমি,
ভুলবো না তার ছলনাময়ী ভালোবাসা কখনোই !!

ভুলতে পারবো না,
তার কাজল কালো টানাটানা চোখ,
দীঘল কৃষ্ণ কালো মখমলে কেশ ।।
ভুলতে পারবো না তার গোলাপি ঠোঁটে ঝরা,
চাপা মুচকি হাসি অন্তরালে নিষ্পাপ প্রেমিক হৃদয়ে পোলোনিয়াম প্রয়োগ ।।

ভুলতে পারবো না,
তার শরীরের ব্ল্যাক অর্কিডের সুবাসে,
কাছে টানার আকর্ষণ ।
ভুলতে পারবো না,
তার নিটোল বক্ষদ্বয়ের স্পর্শে,
আলোড়িত স্পন্দন ।।
ভুলতে পারবো না,
তার অযাচিত হাজারো চুম্বনের শিহরণ ।।
এমনকি ।। এমনকি ভুলতে পারবো না,
তার বহতাপ্রেমে, বহু জীবন্ত প্রেম হত্যা করার
স্থূল ছলনার সূক্ষ্ম কৌশল !!!

তাকে ভুলে থাকার জন্য,
তাকে ভুলে থাকার জন্য সিংহল সমুদ্র থেকে
নিশীথের অন্ধকার ভেদ করে অবস্থান নেবো
পৃথিবীর এক কোণে,
চির নিশি দ্বীপের ঘন গাঢ় অন্ধকারে ।।

তাকে ভুলে থাকার জন্য,
হিমালয়ে করবো বাড়ি,
নেশার রাজ্য দেবো পারি ।।
তাকে ভুলে থাকার জন্য,
অন্ধত্ব নেবো আঙ্গুলে উপড়ে চোখ,
ভোঁতা লার্স শাইডলারে চিরবো শরীর,
রক্তাক্ত হয়ে হাতড়ে খুঁজে নেবো,
তাকে ভুলে থাকার যন্ত্রণাগুলো !!

তাকে ভুলে থাকার জন্য কুঁকড়ে যাবো,
নিজেকে দুমড়ে-মুচড়ে, ভেঙ্গে-চুড়ে, কুচিকুচি করে কেটে নতুন করে সাজাবো,
নতুন সাজে গড়বো, জীবনের নতুন চিরহরিৎ পৃথিবী !!
তথাপিও !! তথাপিও তাকে ভুলতে পারবো না !!
কখনও না, কোনদিনও না !!

আসলে, একমাত্র কপটতার প্রেমই ভুলে থাকা সম্ভব,
প্রকৃত প্রেম চিরস্মরণীয় !! কখনোই ভোলা যায় না,
কেউই ভুলতে পারে না !!
মৃত্যু অবধি নয় !!

__নীল কবিতা__কবি ও লেখক 

Leave A Reply

Your email address will not be published.