Take a fresh look at your lifestyle.

ছিন্ন বীণার গান

769

 

কিছু ভুল তারও ছিল,
কিছু ভুল আমারও ছিল।
কেন ত‌বে আমারই শুধু ছিন্নবীণার মত
তাল, লয়, সুর কে‌টে গেল?
সে তো ঠিকই ভুলগু‌লো
শুধ‌রে নি‌য়ে হা‌রি‌য়ে গেল।
হা‌রি‌য়ে বা যা‌বে কোথায়?
দৃ‌ষ্টিসীমানার চৌহদ্দী আর
জীব‌নের গান থে‌কে হারা‌তে পা‌রে
তা‌কে কেউ ম‌নের গহী‌নে অজা‌ন্তে লালন ক‌রে
সে কী তা কভুও জান‌তে বা বুঝ‌তে পা‌রে?
কতটা তাল কে‌টে গে‌লে লয় ছাড়া বেসুর সুর চল‌তে পা‌রে
তোমরা কি কেউ বল‌তে পার?
তাই‌তো আজ আর গান শোনা‌বো না
ভাল‌বে‌সে ভুল ক‌রে‌ছি তাও বল‌বো না।
ভু‌লে ভু‌লে কাটাকা‌টি হ‌লেও হ‌তে পার‌তো
শুধু আমার ঘু‌ড়িটাই কে‌টে হা‌রি‌য়ে গেল।
সব ভু‌লে সে ফি‌রে আস‌তেও পার‌তো
তবু একাই তার ঘু‌ড়িটা আকা‌শে উড়াল।
জা‌নি না কতটা পথ পে‌রো‌লে প‌রে ঘু‌ড়িটা খুঁজে পাব
কাটা ঘু‌ড়ির সন্ধান কেউ পেয়ে‌ছে শুন‌তে পাব।
অ‌পেক্ষায় আ‌ছি এজীব‌নে আবারও তা‌কে দেখব
কী লাভ তা না ভে‌বেই আবারও ভালবাসব।
স‌ত্যি কী আর তা হয়?
ম‌নের ভয় ম‌নেই রয়।
তা‌কে ফি‌রে পে‌লেই লাভ কী?
কাটা ঘু‌ড়ির মূল্য সে দেবে কি!

 

কানিজ ফাতেমা – কবি। 

Leave A Reply

Your email address will not be published.