একবার শোক থেকে উঠে চেয়ে দেখো
কিছুই হারায় নি, থামেনি।
তুমি কি সাজাতে চাও
তোমার সকল দ্বার?
যাহারে করেছ ছোট প্রতিবার
একবার তার সম্মুখে দাঁড়াও;
কাঁধে হাত রেখে বলোঃ
ছোট নও, বড় নও
তুমি তো আমারি সমানে সমান।
মহাদেব নস্কর – কবি।
Recover your password.
A password will be e-mailed to you.
Recover your password.
A password will be e-mailed to you.