Take a fresh look at your lifestyle.

জাগো মুসলিম

730

 

জাগো মুসলিম-
দেখো রক্তাক্ত ফিলিস্তিন
বাবার কাধেঁ ছেলের লাশ
শিশুর নিথর দেহ, মায়ের হা-হুতাশ
বোমার আঘাতে বসতি বিনাশ
গাজার সর্বনাশ।।

জাগো মুসলিম-
দেখো রক্তাক্ত ফিলিস্তিন
ছিল প্রথম কিবলা মুসলিমের হায়
ঈসা জন্মেছিলেন যেথায়
সেথায় ইব্রাহিম-সুলায়মান-মুসা ঘুমায়
শত্রুরা সেই আকসা চায়।

জাগো মুসলিম-
দেখো রক্তাক্ত ফিলিস্তিন
আর কত কাল, হলে রক্ত লাল
কেটে আাঁধার, আসবে সকাল
মুছে যাবে ইতিহাস
উনিশশো আটচল্লিশ সাল।।

 

সৈয়দ নাজমুল  আহসান – কবি ও সাহিত্যিক

 

Leave A Reply

Your email address will not be published.