Take a fresh look at your lifestyle.

জানিয়ে দেবো

570

এখন থেকে লিখবো আমি
তোমাকে নিয়ে দু’চার কথা
জানিয়ে দেবো সবার কাছে
তুমি ছিলে আপন হয়ে
বছরের পর বছর ধরে
পথ চলার সাথী হয়ে সঙ্গী হয়ে।
জানিয়ে দেবো সবার কাছে
তুমি ছিলে বিশ্বাস আমার
ভালোবাসা ঘর
আমার সুখে সুখী হতে
দুঃখে ঝরতেো জল।
জানিয়ে দেবো সবার কাছে
ছিলে আমার প্রেমিক হয়ে
বধূ হয়ে তুমি
হাসির প্রদীপ জ্বালিয়ে দিয়ে
রাঙিয়ে দিতে আমার বুকের
অন্ধকার অতল।
তোমার হাসির ঢেউয়ের সুরে
মন পুকুরে ফুটতো আমার
কত শত শাপলা কমল।
জানিয়ে দেবো সবার কাছে
সেইসব দিনের গল্প কথা
জীবন গাঁথা
যেসব নিয়ে আজও আমি
বেঁচে আছি
আজও আমি অহোরাত্র ছবি আঁকি
ভরাট করি জীবন পাতার
শুন্য বনানঞ্চল।
জানিয়ে দেবো সবার কাছে
তুমি নেই আর এখন আমার কাছে
চলে গেছো আকাশ পরে
আমাকে তুমি একা একলা করে।
পুরনো সব দিনের গল্প গাঁথা
এখন থেকে বলে দেবে সবার কাছে।

 

হাসনাত হারুন – কবি ও সাহিত্যিক।

Leave A Reply

Your email address will not be published.