ভয় পেয়োনা না কেউ
যতই আসুক জীবন ঘরে
দুঃখ নদীর ঢেউ।
সাহস রাখো মনে
বাসবে ভালো সবাই তোমায়
ডাকবে জনে জনে।
সত্য মশাল জ্বালো
তাড়াও আঁধার কালো
বাসবে খোদা ভালো।
আসুক যতই মন্দ
তবুও তুমি গাইতে থাকো
সত্য সুরের ছন্দ।
যিনি সবার রব
ডাকলে তুমি তাকে
পালিয়ে যাবে দুঃখ তোমার সব।
সুমাইয়া জামান – কবি ও ছড়াকার।