মানব ফুলের পাঁপড়ি ছুঁয়ে ছুঁয়ে
সুবাস উড়ুক মিষ্টি গানের মতো
স্বপ্নফুলে উঠুক ভরে ঘর
জুঁই-চামেলী সুখ পরশে থাকুক অবিরত
বন্যা খরায় হৃদ-নদীতে যতই জাগুক চর
ভালোবাসার স্বপ্নটুকু হয়না যেন পর
জীবন নদে বৃষ্টি নামুক
ঢেউ খেলে যাক ছলাৎ ছলাৎ ছল
শাপলা শালুক পদ্মফুলে
প্রেম তরণী উঠুক দুলে
নরম হাওয়ায় সুর ভেসে যাক মিষ্টি কলকল
ঝিলিমিলি জোসনা আলোর টানে
শান্তি নহর যাক বয়ে যাক
হৃদয়ছোঁয়া গানে।।
.
ডঃ মাহফুজুর রহমান আখন্দ- কবি,সাহিত্যিকও গবেষক।