জীবন তুই বড়ই বৈচিত্র্যময়
কেন এতো রঙ, কেন এতো খেলা
তোকে নিয়ে ভাবি সারাবেলা
সকাল দুপুর সন্ধ্যে
থাকিস ভালো মন্দে
তোর আকাশ নিকষ কালো
আমার যে আর লাগেনা ভালো
কোথাও থাকিস অট্রালিকায়,
কোথাও কুড়ে ঘরে।
জীবন তুই কেন এমন
বলবি কি আমারে?
কারো চোখে প্রেমের ফাগুন
কারো মনে জ্বালাস আগুন
পুড়িয়ে করিস ছাই,
কেন এতো অবুঝ রে তুই
ছোট্ট শিশু কাঁদাস রে তুই
হাল ছেড়ে দিস যখন তখন
আমি কিন্তু অন্যরকম
তোর কথাতে নাচি আমি কম,
মন্ডা মিঠাই যা খাবি খা
দুঃখের বোঝা নিয়ে পালা
আমি ভাই শান্ত অমন
তোর কথাতে ভুলবেনা মন।
চল একটু বাহিরে যাই
সমাজের সব কলঙ্ক ঘুচাই
জীবন তুই বড্ড জটিল
আমায় তুই করিসনা কুটিল
সুখে দুঃখে থাকতে চাই
জীবনের এই মোহনায়।
মেরাজ হোসেন – কবি, সাহিত্যিক ও সংগঠক।