———–
কেমন যেন মাঝে মাঝে বদলে যাও
তুমি,এবার এসো এক জোছনা প্রহরে
সন্তর্পণে রাতের নিস্তব্ধতা ভেদ করে
নির্জনে একাকি।
দেখ চারিদিক কত রূপালি চাঁদের
আলো,এবার মনটাকে একটু রঙ
লাগাও গোধূলির মত।
তারপর একটু হেসে কাছে এসো তারপর
চল প্রেমকে দু’জন আষ্টেপৃষ্ঠে শক্তপোক্ত
করে বাঁধি।
সেদিন কিছু রঙ ধার করে নেব দুহাত
পেতে কোন গোলাপের কাছ থেকে,অতঃপর
চৈত্রের বিষন্নতা কাটিয়ে এক বৃষ্টি স্নাত
রাতে বাসর সঙ্গমে শুয়ে,তোমার মাথায়
পরাবো ঘোমটা।
সেদিন কাজল চোখে চঞ্চলা হরিণী হবে
তুমি,তারপর খোলা ছাদে আকাশের
নীচে বসে তুমি আমি সারারাত জেগে
জোছনা প্রহর কাটাব দুজন।
হৃদয়ের গোপন জানালা খুলে মৃদু
স্বরে ডেকে নেব প্রেমকে,সেদিন খুব করে
দুজন আঁকব প্রেমের তাজমহল।
যদি ঝড় বা সাইক্লোন আসে আসুক তবুও
থাকবো অনড় দুজন দুজনের এ প্রেমে,
তারপর জোছনার গায়ে দেব কলঙ্ক,দেব
আলো তবেই রঙ ছড়াবে আমাদের প্রেম।
——
মনি জামান – কবি ও সাহিত্যিক