স্মৃতি হয়ে থাকবে কী সব?
বৈজ্ঞানিক সত্য কী বলে!
এই যে রৌদ্রজীবন,
ফুলের পরে ফুলের সারি,বিছানা পাতা,
পাখিদের জীবন!
নিশ্চুপ ভোর,সরব ভোর,কখনো ভাল্লালাগে না
নীরবতায় মাখামাখি!
থাকবে কী,পৃথিবীর এককোণে পড়ে
আমার বোবা স্মৃতি,
মানুষতো থাক,
স্মৃতির মেঝেতে কী ফেলবে দাগ?
ভালোলাগে আবার যখন জীবন উঠেছে জাগি
আবার দাঁড়টানা মাঝি, একটানা লাগোয়া জীবন
হুটোপুটি,ছুটোছুটি — সমাজ সংসার।
মাঝে মাঝে নীরবতা,”নীরবতা”- এসে বলে
কথা বলাই হয়ে পড়ে দায়।
এইসব সমাজ সংসার দিন ,রোদ- ক্লান্তি কুয়াশা জীবন
লিখে রেখে যাচ্ছি–
মরণ এসে একলহমায় মুছে দিবে জানি সব,
তারপর সেখানেই স্রষ্টার সাথে আলো/ আঁধার জীবন।
অনন্তকাল পরিভ্রমণ।
সব কিছুর বেগ আছে,স্মতি বা বিস্মরণের বেগ কত?
তোমরা জানো, আমি জানি না তো!?
হাসনা জাহান মায়া – কবি ও সাহিত্যিক।