হৃদয়ের ক্যানভাসে
সুনিপুণ শিল্পে খোদাই করে লেখা তোর নামটা,
আজ ফ্লুইডের আবরণে ঢেকে দিলাম !!
যতো বলা নাবলা কথা, হাজারও স্মৃতি, বাসন্তী স্বপ্ন, আমার অনিরুদ্ধ দীর্ঘশ্বাসে চাপা দিলাম !!
অপেক্ষারও তো শেষ আছে,
সমাপ্তি আছে !!
আর কতো অপেক্ষা !!
এ পাথুরে অপেক্ষার আজ সমাধি রচনা করলাম !!
তাজা বকুলও এক সময় ঝরে যায়,
আকাশের বুক থেকেও ঝরে পড়ে উজ্জ্বল তারা !
প্রথম যেদিন তোর আঁখিতে রেখেছিলাম আঁখি,
সেদিনই তো ঝরে গেছি অনাদরে !
আমার প্রেম নাহয় ঝরলো তোর নির্দয়তায়,
হলো নীরব ঝর্ণাধারা !!
আর ফিরবো না কখনও
তোর ভালোবাসা নিতে,
এক অখন্ড হীরককঠিন কথা দিলাম !!
তুই ভালো থাকিস দেবি,
ভালো থাকিস তুই,
তোর স্বপ্নে বিভোর হয়ে !!
আমার স্বপ্নগুলো নাহয় কবর দিলাম,
তোর ঘৃণিত অবহেলার চাপে !!
এ মনোবীণা যদি কভু কোন কালে,
স্পর্শ করতে চাই তোকে কাঁপাকাঁপা হাতে,
দেখতে মন চাই, তৃষিত নয়ন মেলে !!
তবে আমি,
তবে আমি আমার সুপ্ত ইচ্ছেগুলোকে বিসর্জন দেবো,
তোরই নীল বিষের অথৈ সাগরে !!
নীল -কবি ও সাহিত্যিক।