মনের অভিলাষে , রঙিন খোলসে
লুকানো জীবনের কথা
কজন মানে , কে ই বা শুনে
ঝিনুকের মনে কতো ব্যাথা।
তপ্ত বালুকায়, গতিময়ী হাওয়ায়
ঝিনুক কাটায় দিন
মুক্তোর আশায়, কতোজন পিয়াসায়
পাড়ি দেয় সূদুর চীন।
মনের হরষে, কৃত্রিম নিশ্বাসে
খোঁজে চলে মুক্তা।
জলের অতলে , যুদ্ধের কবলে
প্রাণ দেয় কতো ভুক্তা।
মুক্তা বলে, ছলে বলে
কেড়ে নিয়ে মনি
আমার নেশায় , কালো টাকায়
কজন হয়েছে ধরায় ধনী?
কুড়ায়ে প্রাতে, মালা গেঁথে
কজন পড়ে গলায়
ঘুরে ধুয়াশায় , খোঁজে অন্বেষায়
জ্যোতি ছড়ায়ে আলেয়ার বেলায়।
আমার আস্তানা , বড় অচেনা
খুঁজতে গিয়ে খনি
কতোজন অনাহারে , গহীন কারাগারে
কাটিয়েছে কতো নগ্ন রজনী!
নাসরিন জাহান- কবি,সাহিত্যিকও এডমিন চেতনায় সাহিত্য।