কৈশোরে বয়ে যাওয়া এক কাল বৈশাখী ঝড়
এখনো ঝড় তোলে মনের ভিতর।
এখনো আমার আঙিনায় মাদুর পেতে কেউ
বসে থাকে,চেয়ে থাকে, হৃদয়ে তোলে ঢেউ।
রাস্তা পেরিয়ে, সবুজ মাড়িয়ে, ছুঁই ছুঁই দিগন্তে
অস্তমিত সূর্যের রক্তিম আভায় কার ছবি ভাসে
প্রতি দিনান্তে!
মহুয়া মাতাল হাওয়ায় এখনো নির্জন অভিমান
আকাশে বাতাসে ধ্বনি প্রতিধ্বনি
এ যেনো সব আমারই গান।
তিরিশ বছর আগের সেই তুমি আজও
আমার হৃদয়ে এক অধরা খুকু
এখনো ছুঁয়ে যাও ঢেলে দাও প্রেম
অস্তিত্বের সবটুকু।
সাজেঁর মায়ায় বালুকা বেলায়
ধীর পায়ে এখনো আমরা হেঁটে যাই
স্নানের ঘাটে এসে পাশ ফিরে দেখি
তুমি আর কাছে নাই।
মশিউর রহমান খান- কবি।