বিষাদের চাবুক সহ্য করি দিবা-নিশি
সঞ্চিত প্রেম আজ বঞ্চিত অধিকার।
গড়াগড়ি করে অজস্র ইচ্ছে গুলো
মনে পড়ে আকাঙ্ক্ষা মেলেছে বাঁচবার।
তপ্ত বালির চর সিদ্ধ করে বারবার
অনলের মিছিলে করি ছটফট।
তোমার বিরহে ঊষর প্রাণ আঁচড়ে পড়ে
আমার শুষ্ক জমিন যেন খটখট।
আমি ক্লান্ত আজ রোদে পুড়ে
খুঁজে ফিরি তোমার শান্ত মায়ার ছায়া।
ভুলতে চাই প্রতারণা মরিচিকা
প্রত্যাশা করি জনম জনম তোমার মায়া।
আব্দুল মতিন –
কবি সাহিত্যিক ও সম্পাদক চেতনা বিডি ডটকম।