ভিষণ বিরক্ত আজকাল
অবহেলার পাত্রী,
হঠাৎ মৃত্যু পথও যাত্রী
মধুর সুখে কাটাবে রাত্রী।
আমার স্বপ্নের কালো কালি
পড়বে না নয়নে তোমার,
সারাজীবনের পর হবো
আলোয় ভরবে তোমার সংসার।
কথায় কথায় বাড়াবে না যন্ত্রণা আর এই বেহায়া,
আমার জন্য কারো প্রাণে নেই এক চিলতে মায়া।
পরগাছার মতো জীবন
করতে চাই না পার,
তোমার কাছে নত জানু
আমার সারা পৃথিবী আঁধার।
ভালোবাসি অনেক বেশি
আওলাকেশি মেয়ে
খোঁজবে একদিন এই পাগলী কে অন্তঃচক্ষু দিয়ে
ক্ষমা করো ওগো প্রিয়
আমি কষ্ট দিলাম বলে।
ইসরাত জাহান কলি- কবি ও মডারেটর চেতনায় সাহিত্য।