ব্রহ্মপুত্র পদ্মা মেঘনা যমুনা নদীর পাড়ে
লক্ষ কোটি হাত তুলে ফরিয়াদি তোমার দরবারে
ধর্ষিতা স্বামী সন্তান পিতা গুমের আহাজারি
তোমাকে জানাতে প্রভু অশ্রুতে ভিজে শাড়ি ।
রোহিঙ্গা উদ্বাস্তু কত দেশে আশ্রয় শিবিরে
সত্যের সাক্ষ্যটা দিতে গিয়ে কতজন তিমিরে।
বিষফোঁড়া ফিলিস্তিনে রোজ মুসলিম মরে প্রায়
ক্ষমতার দম্ভে মানবতা ছিন্নভিন্ন সিরিয়ায় ।
সাগরে ভাসে মুসলিম জনতা প্রতিবাদহীন
বিশ্ব বিবেক সেজে ও যেন তারা আজ দৃষ্টিহীন ।
অসহায় উইঘুর ভাই বোন অঙ্গ বাণিজ্যের স্বীকার
হাই ! সেখানেও বিশ্ববিবেক যেন তামাশায় নির্বিকার ।
তোমার জনপদে সততা আজ অস্পৃশ্য প্রায়
তৌহিদী জনতা মরে যেন মহা হতাশায়।
পাঠাবে কিনা প্রভু তোমার পক্ষ হতে ত্রাতা
তারই অপেক্ষায় তো আছে পথ চেয়ে আমজনতা ?
চোখ গুলো অশ্রু ঝরায়ে পাথরে পরিণত
বাতিলরা জুলুমে যেন ক্রমেই বেশি উদ্ধত ।
খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা ধর্ম বাসস্থান
সেখানেও জনতা জনপদে বৈষম্য অফুরান।
তুমি কি পাঠাবে না প্রভু মুক্তির মহানায়ক
আমজনতা অপেক্ষায় যেন আছে চেয়ে সেই তক।
সরদার মুক্তার আলী- কবি।