তারা দুজন বড়ই আত্নভোলা,
তারা দুজন কল্পনায় ভাসায় ভেলা।
তারা দুজন খুনসুটির ছলে,
প্রেমের কথা আপন মনেই বলে।
তারা দুজন বৃষ্টির ধারায় ভিজে ভিজে,
আনন্দ গুলো জমিয়ে রাখে মনের ভাঁজে।
তারা দুজন খুব ঝগড়ার পরেও,
হাতটি ধরে বসে রয় জানিও।
তারা দুজন চাঁদনি রাতের আলোয়,
কুঞ্জ সাজায় আবেগের চাঁদোয়ায় ।
তারা দুজন হঠাৎ পাওয়া সুখে,
ভুলে যায় ছিলো কত দু:খে।
তারা দুজন খুব ভিড়ের বাসে,
থাকতে চায় দুজন দুজনার পাশে।
তারা দুজন রৌদ্র তপ্ত ব্যস্ত কোন রাস্তায়,
শীতলতার পরশ খুঁজে পায় হঠাৎ দেখায়।
তারা দুজন কারনে অকারনে বড়ই অভিমানি,
অভিমান ভেঙে ভালোবাসি বলবে সেটাও জানি।
তারা দুজন কাঁদতে কাঁদতে হাসে,
তারা দুজন কঠিন বাস্তবতা বোঝে।
তারা দুজন অল্প পেয়ে,না পেয়েও খুশি,
তারা দুজন চোখে চোখে বলে ভালোবাসি।
সেলিনা রহমান শেলী- কবিও সাহিত্যিক।