আমি কি কখনও বলেছি তুমি ফিরে আসো।
আমি তা বলিনি।
আমি বলিনি বলেই যে তুমি আর ফিরে আসো না তা নয়,
তুমি ফিরবে না বলেই আমার বলা হয় না।
বলা হয় না যে,
তুমি ফিরে আসো।
আমি কি একবারও বলেছি আমায় আবারও ভালোবাসো!
আমি তা বলিনি।
আমি বলি না বলেই যে তুমি আর আমায় ভালো বাসো না তা নয়,
তুমি ভালোবাসো না বলেই আমি কোনোদিনও তোমায় বলি না।
বলি না যে,
তুমি আর একবাার আমায় ভালোবাসো।
আমি কি বলেছি আমায় মনে রাখো!
না আমি তাও কিন্তু তোমায় বলিনি।
আমি বলি না বলেই যে তুমি আমায় মনে রাখো না তা কিন্তু নয়,
তুমি মনে রাখো না বলেই,
আমি কখনোই আমায় মনে রাখতে বলিনি তোমায়।
আমি কি আদৌ কখনোই তোমায় বলেছি,
আমায় ভুলে যাও।
নাহ্!
আমি তা ভুলেও বলতে যাইনি বা বলিনি।
আমি বলি না বলেই যে তুমি আমায় ভুলতে পারবে বা ভুলে গেছ,
তা মোটেও নয়।
তুমি ভুলে যেতে পেরেছ বলেই আমি কোনোদিন,
এই আমাকে তোমায় ভুলে থাকতে বলিনি।
আমি বলি না।
আমি এরচেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ কথাগুলোও,
তোমায় বলি না।
আর এজন্যই আমি তোমায় বলি না যে,
এখনও আমি তোমাকেই ভালোবাসি।
বলি না যে,
আমি তোমারই অপেক্ষায় থাকি।
বলি না যে,
আমি এক মুহূর্তের জন্যও তোমায় ভুলিনি বা ভুলতে পারিনি।
আমি আরও বলি না যে,
আমার মন, প্রাণ;
আমার চৈতন্য, চেতন ও অস্তিত্ব জুড়ে,
তখনও এবং এখনও তুমিই থাকো।
নাজনীন নাহার- কবি ও সাহিত্যিক।