কখনো দেখিনি কোনদিন
কেবল দূরত্বের সীমান্ত পেরিয়ে
জ্বলজ্বলে রেটিনায়
অশরীরী ছায়াচিত্র,
আর নিউরোন-তুলিতে আঁকি
লাল নীল সেই বর্ণিল এক প্রচ্ছদ,
কেমন সে তুমি?
প্রাণবন্ত হাসির মুখরা রমনী
নাকি রাসভারি কোন গাঁয়ের গৃহবধূ
টোলপড়া গাল ছায়াঘেরা বিষন্নতা?
নাকি
রাগি চাহনিতে জড়সড় হয় বুক,
কেমন সে তুমি?
তুমুল বৃষ্টিতে কি হাতধরে দেবে ছুট
ভেজা ঠোঁটে এঁকে দেবে প্রগাঢ় আলো ছায়া!
নাকি,
ঘরের চৌকাঠ ছুঁয়ে
চায়ের কাপে চুমুক দিয়ে
বেছে নেবে নিঃপ্রাণ বেঁচে থাকা!
খুব কি চঞ্চলপ্রাণ তুমি?
কথার উত্তাল উন্মাদনায়
এলোমেলো চারদিক?
নাকি,
খুব একটা কথাই বলনা কোন কালে
স্তিমিত পদ্মর মতন
ফুরিয়ে যাওয়া আকাশ কি তুমি?
নাকি,
এলোমেলো ঝঞ্ঝা
ভেঙেচুরে একাকার করো
প্রচন্ড বিস্ফোরণে!
তুমিই মাধবী আমার
কখনো দেখিনি কোনদিন,
কেবল স্বপ্নের লাল নীল
বর্ণবিক্ষেপ সৃষ্টি করে অজানা রশ্মি
অলৌকিক সৃষ্টি রহস্যের আদলে
তুমিই লিখে যাও অসাধ্য কবিতা
তোমাতেই লীন আমি আজ,
তোমাতেই মাধবী।
সৃষ্টির মহিমায় স্তম্ভিত আমি আজ
আলোহীন পৃথিবীতে,
লিখে যাই অলৌকিক মহাকাব্য
তোমার যাদুর ইশারায়,
কে তুমি মাধবী!
শামসুল বারী উৎপল- কবি