তুমি পিছন ফিরে
যদি তাকাতে,
তোমার যাবার বেলায়…!
তাহলে দেখতে পেতে
আমিও আঁখি জলে,
ছিলাম সিক্ত
তোমার মতো ই…!!
পিছু ডাকতে নেই
তাই ডাকিনি তোমায়,
আবার তুমি আসবে ফিরে
তাও ভাবিনি,
ক্ষত-বিক্ষত হয়েছি নিজেই…!
এবার যাবার বেলায় ও
পিছন ফিরে তাকিয়ে দেখনি,
তাহলে হয়তো ভেঙে পরতে
ভেঙে পরার নাম জীবন নয়…!
যখন আমি থাকবো না
তখন আমার কবিতা,
পড়ে দেখো
সব কবিতা জুড়ে
“তুমি ই ছিলে”…!!
সালমা বেগম – কবি ও সাহিত্যিক।