তুমি এসেছিলে তাই
হাসতে শিখেছি
গাইতে শিখেছি গান
মনের ভেতর যতই থাকুক
দুঃখের নদী বহমান।
তুমি এসেছিলে তাই
দুচোখের পাতায়
স্বপ্ন দেখেছি কতো
যে স্বপ্ন আমায় ঘুমোতে দেয়নি
জাগিয়ে রেখেছিল অবিরত।
তুমি এসেছিলে তাই
পাল্টে ফেলেছিলাম
এই আমি আমাকে
তোমার মতো গড়তে চেয়েছিলাম
যেন অনেক ভালোবাসতে পারি তোমাকে।
তুমি চলে গেলে তাই
বৃথা গেল আমার পাল্টে যাওয়া
বৃথা গেল ভালোবাসা
তবুও তুমি ভালো থেকো
এতটুকুই শেষ আশা।
মনোয়ারা আক্তার – কবিও মডারেটর চেতনায় সাহিত্য।