Take a fresh look at your lifestyle.

তুমি চলে গেলে

1,017

১১ ই অক্টোবর নশ্বর পৃথিবী ছেড়ে
চির বিদায় নিয়ে তুমি গেলে চলে
শত চেষ্টা করেও এক মুহূর্তের জন্য
পারি নাই থাকতে তোমাকে ভুলে।

মনে পড়ে কত স্মৃতি না বল কথা
প্রাণের কক্ষ অন্দরে আছে গাঁথা
স্মৃতির পাতায় চোখ দুটি রাখলে
অন্তর্দহনে ভিজে যায় চোখের পাতা

বক্ষ পিঞ্জর খুলে দেখাতে পারি না
দুমড়েমুচড়ে ভাঙ্গা ক্ষতবিক্ষত এমন
তোমার রেখে যাওয়া স্মৃতিগুলি
এখন আমার কাছে অমূল্যধন।

বিরহের অনলে দগ্ধ হয়ে এ হৃদয়
ধুকেধুকে পুড়ে হয়ে গেছে ছারখার
হৃদয়ের বোবা কান্নায় কর্মব্যস্ততার
মাঝেও তোমাকে মনেপড়ে বারবর।

হৃদয়ের গহীনে অব্যক্ত যন্ত্রনা
বলে বুঝাতে পারছি না মুখে
বুকফাটা করুণ আহাজারি
চাপা রাখা আছে এ বুকে।

কত যে ভালোবাসি তোমাকে
যাবে না তা পরিমাপ করা
তোমার বিহনে বেঁচে আছি আজ
আমি জীবিত থেকেও মরা।

ওপারে সুন্দর ভুবনে সুখে রাখুন
পরওয়ারদিগার শুধু এইটুকু চাই
ভুলত্রুটি মাফ করে জান্নাত দিও
তার সাথে আমাকেও দিও ঠাই।

 

মোঃ আতিকুর রহমান- এডমিন চেতনায় সাহিত্য  

Leave A Reply

Your email address will not be published.