আমার তোমাকেই লাগবে সকালের এক কাপ চায়ে,
চায়ের লিগারের ধোঁওয়ায় বিলাও তুমি প্রেম।
আমার উষ্ণ আর দুষ্টু ঠোঁটে।
অতৃপ্ত চুমুকে যায় থেমে,
তুমি তুমি গন্ধ।
ভোরের স্নানের শেষ লজ্জা
লাগেনা তো মন্দ।
ভেজা তোওয়ালেটা জুড়ে থাকো,
মৃত্যু শুকিয়ে গেলেও,
আমার তোমাকেই লাগবে।
দুপুরের আধ ভাঙা ঘুমে।
গোধূলির আকাশে তোমার কোলে মাথা রেখে।
তোমার ছোঁওয়ায় শীতল হবো সুরমা তীরে।
ছুঁয়ে হিমেল বাতাসে তুমি আমার হবে।
আর বলবে ভালোবাসি ওরে।
ইসরাত জাহান কলি – কবি ও সংগঠক।