কখনো বীরের বেশে
যখন সমুখে বাধা।
হয়তো কমলতার রঙে
সাহসের ছবি আঁকা।
এখনি ফুলের মতো
আর পুষ্প পাপড়ি হয়ে।
এইতো শক্ত হাতে গড়লে
যেন দক্ষ শ্রমিক হয়ে।
কখনো মমতা জড়িয়ে
সন্তান করো লালন।
স্নেহের করিডরে রেখে
হয়তো কর্তব্য পালন।
দিবা নিশি ভালোবেসেছ
খাদিজা, আয়শা হয়ে।
ধৈর্যের পাহাড় সুলাইম হয়ে
নয়তো আসিয়া বেশে রয়ে।
আলো ছড়িয়ে মহীয়সী হাতে
সৃজন করেছ ধরা।
অজস্র যন্ত্রণা বুকে রেখেছ
তোমার আদলে গড়া।
দেশের জন্য হারিয়েছ সব
দীনের তরে ও তাই।
সুমাইয়া, রহিমা, ফাতিমার দলে
কিংবা তেরেসা, রাবেয়ার স্পর্শ পাই।
আব্দুল মতিন – সম্পাদক, চেতনা বিডি ডটকম।